Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৩

সামাজিক নিরাপত্তা বিষয়ক কার্যক্রম

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক টিসিবি সমগ্র দেশের প্রায় ০১ (এক) কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে গত মার্চ’2022 খ্রি. হতে নিত্য প্রয়োজনীয় পণ্যাদি বিক্রয় কার্যক্রম জেলা প্রশাসনের সহায়তায় টিসিবি’র অনুমোদিত প্রায় ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) ডিলারের মাধ্যমে পরিচালনা করে আসছে। প্রতি মাসেই এই বিক্রয় কার্যক্রম চলমান আছে।

 

টিসিবি’র কার্ডধারী প্রতি ভোক্তা একই সময়ে প্রতি মাসে ০১ (এক) কেজি চিনি (মজুদ সাপেক্ষে), ০২ ( দুই) কেজি মশুর ডাল ও ০২(দুই) লিটার সয়াবিন তেল বরাদ্দ পাচ্ছেন।

 

টিসিবি’র পণ্যের মূল্যঃ

ক্র. নং

পণ্যের নাম

কেজি/লিটার প্রতি বিক্রয়মূল্য

বর্তমান বাজার মূল্য

মন্তব্য

০১

চিনি

৬০/-

১৪০/-- ১৫০/-

টিসিবি’র বাজার তথ্য শাখা হতে ১৭/১২/২০২৩ তারিখের বাজার দর হতে প্রাপ্ত।

02

মশুর ডাল

৭০/-

১২০/-১২৫/-

03

সয়াবিন তেল

১০০/-

১৭০/--১৭৫/-

04

পেঁয়াজ

৫০/-

১২০/--১৫০/-

05

আলু

৩০/-

৫৫/--৬০/-

 

টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম:-

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উর্ধ্বগতির কারণে বাজারমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে টিসিবি ০১ (এক) কোটি নিম্নআয়ের কার্ডধারী উপকারভোগী পরিবারের নিকট প্রতিমাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের পাশাপাশি যারা কার্ডধারী নয় এমন নিম্ন আয়ের লোকদের সুবিধার্থে গত নভেম্বর’২০২৩ হতে ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ৩০ টি করে ট্রাকসেল পরিচালনা করে আসছে। প্রতি ট্রাকে ৩০০ জন জনসাধারণের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র মশুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু বিক্রয় করা হচ্ছে। অর্থ্যাৎ, ট্রাকসেলের মাধ্যমে প্রতিদিন (৩০ টি ট্রাক × ৩০০ জন)=৯,০০০ জন নিম্ন আয়ের পরিবার উপকৃত হচ্ছে।

১৪/১১/২০২৩ খ্রি. হতে ১৪/১২/২০২৩ খ্রি. পর্যন্ত ট্রাকসেলে পণ্য বিক্রয়ের মোট পরিমাণঃ

ক্র. নং

পণ্যের নাম

মোট পরিমাণ (লিটার/কেজি)

বিক্রয়মূল্য

(লিটার/কেজি)

মোট টাকা

মন্তব্য

০১

ভোজ্য তেল

৪,০৫,০০

১০০/-

৪,০৫,০০,০০০

 

০২

মশুর ডাল

৪,০৫,০০০

৭০/-

২,৮৩,৫০,০০০

 

০৩

আলু

৫,১৩,০০০

৩০/-

১,৫৩,৯০,০০০

 

০৪

পেঁয়াজ

৪,৫৯,০০০

৫০/-

২,২৯,৫০,০০০

 

 

 

টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমঃ

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে ০১ (এক) কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের নিকট কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে টিসিবি কর্তৃক সারাদেশে বিক্রয় করা হচ্ছে। এ বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রতিটি পরিবারের জন্য একটি করে স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারাদেশে ০১ (এক) কোটি উপকারভোগী পরিবারের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ গত নভেম্বর’২০২৩ খ্রি. হতে সম্পূর্ণ বিনামূল্যে উপকারভোগীদের নিকট বিতরণ করা শুরু হয়েছে। ক্রমান্বয়ে সারাদেশের সকল উপকারভোগীদের নিকট স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

টিসিবি’র ডিলার নিয়োগ গাইডলাইন:-

টিসিবি’র ০৮ টি আঞ্চলিক কার্যালয় (ঢাকা/চট্টগ্রাম/খুলনা/রাজশাহী/রংপুর/বরিশাল/মৌলভীবাজার/ময়মনসিংহ) ও ০৪ টি ক্যাম্প অফিসের (কুমিল্লা/মাদারিপুর/ঝিনাইদহ/বগুড়া)  মাধ্যমে  সমগ্র বাংলাদেশে প্রায় ০১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য (চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল) বিক্রয় করা হয়ে থাকে।  টিসিবি’র অনুমোদিত প্রায় ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) জন ডিলারের মাধ্যমে উপকারভোগীদের দোরগোঁড়ায় টিসিবি’র পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়ে থাকে।  সরকার নির্ধারিত উপকারভোগীর দোরগোঁড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে এবং পরিস্থিতি বিবেচনায় সময়ে সময়ে অর্পিত যে কোন দায়িত্ব পালনে ডিলাররা বদ্ধ পরিকর। বর্তমানে ডিলার নিয়োগ গাইডলাইন ২০২১ অনুসরণ করে টিসিবি’র ডিলার নিয়োগ করা হয়ে থাকে।