ক) স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী সম্ভাব্য প্রতিকূল অবস্থা মোকাবেলায় প্রস্তুতি, পরিকল্পনাগ্রহণ ও বাস্তবায়নের জন্য জাতীয় ও আন্তর্জাতিক সভা, সেমিনার, ওয়ার্কসপ ইত্যাদি আয়োজন ও অংশগ্রহণ;
খ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক গঠিত কেন্দ্রীয় কমিটির এবং বিভিন্ন সাব-কমিটির দিকনির্দেশনা অনুসরণ ও সে মোতাবেক কার্যক্রম গ্রহণ;
গ) বিভিন্ন দেশীয় /আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন/ চেম্বার এবং থিংক ট্যাংক /গবেষণা প্রতিষ্ঠানের সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম গ্রহণ;
ঘ) বাণিজ্য চুক্তিসংক্রান্ত নেগোশিয়েশন দক্ষতা বৃদ্ধি ও এতদবিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
ঙ) বাংলাদেশে ব্যবসা সহজীকরণ (Ease of doing Business) সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
চ) ব্যবসা সহজীকরণের (Trade Facilitation) লক্ষ্যে বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার সংক্রান্ত কার্যক্রম;
ছ) Sustainable Development Goals (SDGs) সংক্রান্ত কার্যাবলি;
জ) Sustainability Compact ও National Tripartite Action Plan, Social Compliance Forum ও তৈরী পোশাক সংশ্লিষ্ট জিএসপি (COO/GSP/ROO) সংক্রান্ত কার্যাবলী;
ঝ) তৈরি পোশাক সংশ্লিষ্ট শ্রমিক অধিকার নিশ্চিতকরণ ও তদারকি করণ;
ঞ) তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত কার্যাবলি;১২. ব্লু ইকোনমি সংক্রান্ত কার্যাবলি;
ট) স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী সম্ভাব্য প্রতিকূল অবস্থা মোকাবেলায় প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য গবেষণা এবং প্রতিবেদন প্রণয়ন ও প্রচার;
ঠ) মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও কৌশলপত্রে (8th Five Year Plan, Perspective Plan 2040, Delta Plan 2100 ইত্যাদি) বর্ণিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক নির্দেশনার আলোকে যাবতীয় কার্যাবলী;
ড) স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজার অনুসন্ধানে কৌশলপ্রণয়ন ও এ সংক্রান্ত কার্যক্রম;
ঢ) জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক কার্যক্রম / সভা/ সেমিনার ইত্যাদিতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিনিধিত্ব করা এবং এ বিষয়ে কার্যক্রম;
ণ) আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উপর গবেষণামূলক কার্যক্রম;
ত) Trade and Environment সংশ্লিষ্ট কার্যাবলী;
থ) World Economic Forum, UNCTAD, OECD, G-77, UNFCC এবং অন্যান্য আন্তর্জাতিক / বহুপাক্ষিক সংস্থায় বাণিজ্য সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
দ) UN FCC সংক্রান্ত যাবতীয় কার্যাবলী;
ধ) ট্রেডসংক্রান্ত Climate Trust Fund সংশ্লিষ্ট কার্যাবলী;
ন) সমন্বয় সংক্রান্ত (অনুবিভাগ সংশ্লিষ্ট এপিএ, এনআইএস, সংসদের প্রশ্ন ও উত্তর ইত্যাদি) কার্যাবলী;
প) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব;