ক) আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন ১৯৫০ এর আলোকে আমদানি নীতি আদেশ প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়ন সংক্রান্ত কার্যাবলি।
খ) আমদানি নীতি আদেশ এর বিধান সংশোধন, সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন, বাতিল ও শিথিলকরণ সংক্রান্ত এসআরও জারী সংক্রান্ত কার্যাবলি
গ) এসিড আমদানির লাইসেন্স প্রদানের নিমিত্ত এসিড (আমদানি, উৎপাদন, মজুদ, পরিবহণ, বিক্রয় ও ব্যবহার) নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৪ অনুযায়ী ছাড়পত্র প্রদান সংক্রান্ত কার্যাবলি;
ঘ) ফরমালিন নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৪ অনুযায়ী লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন ও ছাড়পত্র প্রদান সংক্রান্ত কার্যাবলি।
ঙ) ট্যারিফ পলিসি, ট্যারিফ ভ্যালুয়েশন এবং ট্যারিফ কমিশনের অপারেশনাল কার্যক্রম সংক্রান্ত;
চ) বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান/ব্যক্তি কর্তৃক বিভিন্ন নিয়ন্ত্রিত পণ্য /আগ্নেয়াস্ত্র আমদানির অনুমতি প্রদান সংক্রান্ত;
ছ) হোটেল, ক্লাব, পর্যটন শিল্প, প্রকল্পসমূহ কর্তৃক এবং ব্যাগেজ রুলের অধীন আমদানির অনুমতি;
জ) কুটনৈতিক/বিদেশী সুবিধাভোগী বা ব্যক্তি/মিশন, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আমদানির অনুমতি;
ঝ) বিদেশে মূল্য পরিশোধিত দ্রব্যাদি আমদানি, অর্থ প্রেরণ ও ওয়েজ আর্নার্সদের সমস্যা, বিদেশী কোম্পানী এবং নাগরিকদের চাকুরি সংক্রান্ত বিষয়াদি;
ঞ) বিদেশ হতে দান/অনুদান/ উপহার হিসেবে প্রেরিত নতুন/পুরাতন মালামালের আমদানির অনুমতি প্রদান;
ট) সিলিন্ডার গ্যাস (ক্যালিব্রেশন গ্যাস/এলপি গ্যাস) আমদানির অনুমতি প্রদান।
ঠ) আমদানি নীতি ও বিধি বিধান সম্পর্কে ব্যাখ্যা প্রদান;
ক) যাবতীয় সমন্বয়মূলক কাজ (সংসদের প্রশ্নোত্তর, মাসিক ও সাপ্তাহিক সমন্বয় সভা, মন্ত্রিসভার সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রীর পরিদর্শন প্রতিবেদন, বিভিন্ন প্রকার মাসিক/ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন ইত্যাদি প্রশাসন-৪ অধিশাখায় প্রেরণ);
খ) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সকল পরিত্যক্ত/অর্পিত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের যাবতীয় কার্যাবলী;
গ) এলাহী বক্স এণ্ড কোং লিমিটেড এর যাবতীয় কার্যাবলী;
ঘ) দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনটেন্টস অব বাংলাদেশ এর আইন ও বিধি-বিধান প্রবর্তন ও পরিবর্তন;
ঙ) দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউনটেন্টস অব বাংলাদেশ এর আইন ও বিধি-বিধান প্রবর্তন ও পরিবর্তন;
চ) দি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ এর আইন ও বিধি-বিধান প্রবর্তন ও পরিবর্তন;
ছ) বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগ হতে প্রাপ্ত ড্রাফট কন্ট্রাক্ট এগ্রিমেণ্ট সর্ম্পকে মতামত;
জ). আইআইটি অনুবিভাগের শাখা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ফাংশনাল বিষয়ক মামলা সংক্রান্ত কার্যাবলি; এবং
ঝ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলি।
ক) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক কার্যক্রম;
খ) অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
গ) টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তর হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
ঘ) দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি পরিলক্ষিত হলে কিংবা কোন পণ্যের মূল্য A¯^vfvweK বৃদ্ধি পেলে মজুদ ও মূল্য ¯^vfvweK পর্যায়ে রাখার জন্য পণ্যের মূল্য ব্যবসায়ী প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও †P¤^v‡ii প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে করণীয় নির্ধারণ;
ঙ) দ্রব্যমূল্য সংক্রান্ত বিভিন্ন আইনের সংশোধন, পরিমার্জনের কার্যক্রম গ্রহণ; এবং
চ) অভ্যন্তরীণ বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহনীয় পর্যায়ে রাখা সংক্রান্ত জেলা উপজেলা টাস্কফোর্স কমিটি, জেলা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং পণ্য বিপণন কমিটি সংক্রান্ত জেলা প্রশাসকদের নিকট হতে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা;
ছ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্দেশনার প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ।
ক) ডিজিটাল কর্মাস সংক্রান্ত যাবতীয় কার্যক্রম;
খ) বিভিন্ন ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ও ফেসবুক কমার্স (f-Commerce) কে UBID দেয়ার ক্ষেত্রে সম্ভাব্য গাইডলাইন তৈরি করা;
গ) কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল সংক্রন্ত উপদেষ্টা কমিটি, কারিগরি কমিটির সভা আহ্বান করা এবং উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা।
ঘ) ডিজিটাল কমার্স সংক্রান্ত নীতিমালা ও গাইডলাইন প্রস্তুত করা এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করার ব্যবস্থা গ্রহন;
ঙ) অভিযুক্ত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান পরিদর্শনপূর্বক যথাযথ কর্তৃপক্ষের নিকট বাস্তব প্রতিবেদন দেয়া;
চ) কোন ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান প্রচলিত বিধিবিধান ভঙ্গ করলে তার বিরুদ্ধে কারণ দর্শানোসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা;
ছ) সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এর সাথে দাপ্তরিক যোগাযোগ রাখা এবং এ সংক্রান্ত সভা ও প্রশিক্ষণে অংশ গ্রহণ করা।
ক) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের Operational কার্যাদি;
খ) জাতীয় ভোক্তা অধিকার লঙ্ঘিত হওয়ার কারণ ও প্রতিকার বিষয়ের উপর কার্যক্রম গ্রহণ;
গ) অসাধু ব্যবসা প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য আইন প্রণয়ন;
ঘ) খাদ্যদ্রব্যের ফরমালিন ও ভেজাল রোধকল্পে কার্যক্রম গ্রহণ;
ঙ) দেশব্যাপী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত তদারকি সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা;
চ) আপদকালীন টাস্কফোর্স সংক্রান্ত কার্যাবলী সম্পাদন; এবং
ছ) শাখা সংশ্লিষ্ট মামলা সম্পর্কের উপর কার্যক্রম গ্রহণ;