(ক) সকল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, গ্রুপ ইত্যাদির The Trade Organization Ordinance, 1961 এর 3 (2) (d) ধারা মোতাবেক টি.ও লাইসেন্স প্রদান এবং অলাভজনক প্রতিষ্ঠানকে কোম্পানী আইন, ১৯৯৪ এর ২৮ ধারার আওতায় লাইসেন্স প্রদান;
(খ) লাইসেন্স প্রাপ্ত বাণিজ্যিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিধিমোতাবেক পরিচালনার বিষয়ে সকল কার্যক্রম মনিটর করা;
(গ) বাণিজ্য সংগঠন কর্তৃক দায়েরকৃত সকল মামলার জবাব প্রেরণসহ আইনগত পদক্ষেপ গ্রহণের নিমিত্ত বিজ্ঞ এ্যটর্নি জেনারেল/বিজ্ঞ সলিসিটরের দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করা;
(ঘ) বাণিজ্য সংগঠন আইন, কোম্পানি আইন এবং Society Registration Act সংক্রান্ত কার্যক্রম;
(ঙ) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় লাইসেন্স প্রদানের বিষয়ে আপীল আবেদন নিষ্পত্তিকরণ; এবং
(চ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত জরুরী যে কোন বিষয়ে কার্যক্রম গ্রহণ।
(ক) বাংলাদেশ ভিত্তিক সকল বাণিজ্যিক সংগঠনের অনুকূলে The Trade Organization Ordinance, 1961 এর 3(2) (d) ধারা মোতাবেক টি.ও লাইসেন্স প্রদান;
(খ) লাইসেন্স প্রাপ্ত বাণিজ্যিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিধিমোতাবেক পরিচালনার বিষয়ে সকল কার্যক্রম মনিটর করা;
(গ) বাণিজ্য সংগঠন কর্তৃক দায়েরকৃত সকল মামলার জবাব প্রেরণসহ আইনগত পদক্ষেপ গ্রহণের নিমিত্ত বিজ্ঞ এ্যটর্নি জেনারেল/বিজ্ঞ সলিসিটরের দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করা;
(ঘ) সোসাইটি রেজিঃ এ্যাক্ট ১৮৬০ এর পরিবর্তে সামাজিক নিবন্ধন আইন/২০১৩ নতুনভাবে প্রণয়ন; এবং
(ঙ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশীত জরুরী যে কোন বিষয়ে কার্যক্রম গ্রহণ।