(ক) বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের এলসি খোলা, এলসি নিষ্পত্তির মূল্য ও পাইপ লাইনে পণ্য আমদানির পরিমাণ বিশ্লেষণ ও উপস্থাপন;
(খ) বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি ও মূল্য সংক্রান্ত সংগৃহীত তথ্যাদি বিশ্লেষণ ও উপস্থাপন;
(গ) বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা, উৎপাদন ও আমদানি সংক্রান্ত সংগৃহীত তথ্যাদি বিশ্লেষণ করে পণ্য সামগ্রীর ঘাটতি নিরূপন ও করণীয় নির্ধারন;
(ঘ) নিত্য প্রয়োজনীয় পণ্যের সংগৃহীত দৈনিক বাজার দর বিশ্লেষণ ও করণীয় সম্পর্কে সুপারিশ;
ঙ).পণ্যের চাহিদা, সরবরাহ,, আমদানির পরিমাণ ওমূল্য পরিস্থিতি বিষয়ে আয়োজিত সভা;
চ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য কার্যাবলী।