ক) বিজনেস প্রমোশন কাউন্সিল সংক্রান্ত কার্যাবলি (প্রশাসনিক ব্যতীত); খ) ওয়ার্ল্ড এক্সপোসহ বিদেশে আয়োজিতব্য বাণিজ্য মেলা/এক্সিবিশন/এক্সপো/শোকেস আয়োজন ও অংশ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; গ) বিদেশে অনুষ্ঠেয় মেলা /এক্সিবিশন /এক্সপো /শোকেস ইত্যাদিতে বাংলাদেশ সরকারের পক্ষে অংশগ্রহণকারীদের /প্রতিনিধিদের মনোনয়ন চূড়ান্তকরণ ও জি.ও জারির জন্য সংশ্লিষ্ট শাখায় প্রেরণ; ঘ) দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান কর্তৃক আন্তর্জাতিক ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় স্থানীয় বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি সংশ্লিষ্ট কার্যক্রম; ঙ) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংশ্লিষ্ট কার্যক্রম; চ) প্রতি বছরে বিভিন্ন বিভাগ এবং জেলা শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার প্রণয়ন; ছ) বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ পরবর্তী প্রতিবেদন পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; জ) বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্যের একক মেলা আয়োজন আন্তর্জাতিক মেলায় যোগদানের ক্ষেত্রে রপ্তানিকারকদের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যাদি; ঝ) বাংলাদেশ ট্রেড পোর্টাল সংক্রান্ত রপ্তানি অনুবিভাগের কার্যাবলি সমন্বয় ও ওয়েবসাইট হালনাগাদকরণ; ঞ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের চাহিত তথ্যাবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় /মন্ত্রিপরিষদ বিভাগ /অন্যান্য মন্ত্রণালয় /বিভাগ সংশ্লিষ্ট কার্যক্রম; ট) শাখা সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত কার্যক্রম; ঠ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলি। |