(ক) সকল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, গ্রুপ ইত্যাদির The Trade Organization Ordinance, 1961 এর 3 (2) (d) ধারা মোতাবেক টি.ও লাইসেন্স প্রদান এবং অলাভজনক প্রতিষ্ঠানকে কোম্পানী আইন, ১৯৯৪ এর ২৮ ধারার আওতায় লাইসেন্স প্রদান;
(খ) লাইসেন্স প্রাপ্ত বাণিজ্যিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিধিমোতাবেক পরিচালনার বিষয়ে সকল কার্যক্রম মনিটর করা;
(গ) বাণিজ্য সংগঠন কর্তৃক দায়েরকৃত সকল মামলার জবাব প্রেরণসহ আইনগত পদক্ষেপ গ্রহণের নিমিত্ত বিজ্ঞ এ্যটর্নি জেনারেল/বিজ্ঞ সলিসিটরের দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করা;
(ঘ) বাণিজ্য সংগঠন আইন, কোম্পানি আইন এবং Society Registration Act সংক্রান্ত কার্যক্রম;
(ঙ) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় লাইসেন্স প্রদানের বিষয়ে আপীল আবেদন নিষ্পত্তিকরণ; এবং
(চ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত জরুরী যে কোন বিষয়ে কার্যক্রম গ্রহণ।