ক) মন্ত্রণালয়ের ওয়েবসাইট সময়ে সময়ে হালনাগাদকরণ এবং আপলোডযোগ্য তথ্য নির্দিষ্ট সময়ে আপলোডকরণ। খ) আরজেএসসি, সিসিএন্ডআই, ইপিবি, ডিএনসিআরপি, ট্যারিফ কমিশন ও টি বোর্ডের ওয়েবসাইট হালনাগাদ রাখার লক্ষ্যে নিয়মিত পরীক্ষা ও পরামর্শ প্রদান। গ) মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরি সংক্রান্ত তথ্য সংগ্রহ, মূল্যায়ন, প্রক্রিয়াকরণ ও আউটপুট প্রদান সংক্রান্ত প্রোগ্রাম প্রণয়ন ও সিস্টেম উন্নয়ন। ঘ) মন্ত্রণালয়ের ই-নথির কার্যক্রম সচল রাখা। ঙ) মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ কোর্সসমূহ ডিজাইন; চ) শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের প্রশ্নোত্তর সম্পর্কিত বিষয়াদি; এবং ছ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলী। জ) নতুন কোন হার্ডওয়ার সম্পর্কিত কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কর্মকর্তা ও কর্মচারীদের অবহিতকরণ এবং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ; ঝ) মন্ত্রণালয়ের বিভিন্ন শাখ/অধিশাখার চাহিদা অনুযায়ী সফট্ওয়্যার তৈরি ও প্রোগ্রাম ইন্সটলেশন ইত্যাদি কাজ সম্পাদন; এও) মন্ত্রণালয়ে স্থাপিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু রাখাসহ পরিচালনায় সহযোগিতা প্রদান; ট) কম্পিউটার ও কম্পিউটার সংশ্লিষ্ট মেশিন এবং ফটোকপিয়ার মেশিন ক্রয় পরিকল্পনা, ক্রয় কার্যক্রম সংক্রান্ত কার্যক্রম; ঠ) কম্পিউটার ও কম্পিউটার সংশ্লিষ্ট মেশিন এবং ফটোকপিয়ার মেশিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ; এবং ড) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলী। |
|