Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Array
(
    [0] => Array
        (
            [id] => 2d9b633b-6db4-4e6b-8b13-b24b242784e7
            [w_id] => 692
            [w_name] => প্রশাসন অনুবিভাগ
            [b_id] => 5710
            [b_name] => প্রশাসন-১
            [s_id] => 5730
            [s_name] => আইন শাখা
            [details] => 

ক)  বিভিন্ন আইন/নীতি/বিধি ইত্যাদির উপর মতামত প্রদান এবং এ সংক্রান্ত বিষয়ে সমন্বয়মূলক কার্যাদি।

খ) বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার মামলা সংক্রান্ত কার্যাদির সমন্বয়।

গ)  তথ্য অধিকার আইন অনুযায়ী ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন।

ঘ)  মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট দায়েরকৃত রীট মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা এবং উক্ত মামলা হইতে উদ্ভূত আপিল মামলাসমূহের প্রাপ্ত আর্জির (Petition) উপর সংশ্লিষ্ট    শাখা/দপ্তর কর্তৃক প্রস্তুতকৃত জবাব/তথ্য বিবরণী সংগ্রহপূর্বক আইন ও বিচার বিভাগের সলিসিটর অফিস/এটর্নী জেনারেল অব বাংলাদেশ অফিসে প্রেরণের ব্যবস্থাকরণ, আইনজীবী নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, ওকালতনামা দাখিল এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট শাখা/দপ্তর হতে মামলা সংক্রান্ত কাগজপত্র সংগ্রহপূর্বক তা সলিসিটর উইং/এটর্নী জেনারেল অফিসে প্রেরণ।

ঙ) আদালত অবমাননার মামলার নোটিশ/আর্জি প্রাপ্তির পর সংশ্লিষ্ট শাখা/দপ্তর হতে তথ্য বিবরণী সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তা নিয়োজিত আইনজীবীর নিকট প্রেরণ।

চ)  সিনিয়র সচিব/সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এফিডিভিট ইন অপজিশনে সংশ্লিষ্ট শাখা/দপ্তর প্রধানের (যিনি মূল জবাব প্রস্তুত করেছেন) স্বাক্ষর প্রদানে সহায়তাকরণ। ছ) যে সকল মামলায় বাণিজ্য মন্ত্রণালয় প্রধান প্রতিপক্ষ নয় সে সকল মামলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/সংস্থাকে অনুরোধ জ্ঞাপন।

জ)  মামলায় প্রতিদ্বন্দ্বিতাকালে প্রয়োজনে আদালতে সময়ের আবেদন করা, প্রয়োজনবোধে কাগজপত্র/নথি নিয়ে আদালতে উপস্থিত থাকা, নিয়োজিত আইনজীবীকে প্রয়োজনীয় সহযোগিতা ও তথ্য সরবরাহকরণ এবং অনুভূত হলে সংশ্লিষ্ট অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শাখার অফিসারসহ উপস্থিত থাকা।

ঝ) যে সকল রায় সরকারের বিপক্ষে যায় সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা/দপ্তর/অধিদপ্তর/সংস্থার সুস্পষ্ট মতামতের আলোকে যথাসময়ে রায় স্থগিতসহ রায়ের বিরুদ্ধে আপিল দায়েরকরণ;

ঞ)  রীট/আপিল/আদালত অবমাননার মামলাসমূহের প্রতিদ্বন্দ্বিতার জন্য যথাযথ মনিটরিং ব্যবস্থা গ্রহণ;

ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা/দপ্তর/অধিদপ্তর/সংস্থা হতে প্রস্তুতকৃত খসড়া জবাব প্রাপ্তির পর তা পরীক্ষা নিরীক্ষা করে প্রযোজ্য ক্ষেত্রে মতামত দিয়ে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে সিনিয়র সচিব/সচিব এর অনুমোদন গ্রহণের পর সলিসিটর অফিসে প্রেরণ এবং আইনজীবী কর্তৃক প্রস্তুতকৃত জবাব আদালতে দাখিলের ব্যবস্থা করা।

ঠ) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা এবং উক্ত মামলা হতে উদ্ভূত আপিল মামলাসমূহের আর্জির উপর সংশ্লিষ্ট শাখা/দপ্তর/অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত তথ্য বিবরণী নিয়োজিত আইনজীবীর মাধ্যমে পরীক্ষা করে পূর্ণাঙ্গ জবাব আদালতে দাখিল।

ড) উপরোক্ত মামলা হতে পরবর্তীতে সৃষ্ট বাস্তবায়ন মামলার উপর বাস্তবায়ন প্রতিবেদন সংগ্রহ ও আদালতে দাখিলের ব্যবস্থা গ্রহণ।

ঢ) বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিপক্ষ/মোকাবেলা প্রতিপক্ষ করে দেশের বিভিন্ন দেওয়ানী আদালতে দায়েরকৃত যাবতীয় মামলা প্রক্রিয়াকরণ।

ণ) মামলা সংক্রান্ত বিষয়ে শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের প্রশ্নোত্তর সম্পর্কিত বিষয়াদি;

ত)  মামলা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়/মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম; এবং

থ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলী;

) )
  • আইন শাখা

    ক)  বিভিন্ন আইন/নীতি/বিধি ইত্যাদির উপর মতামত প্রদান এবং এ সংক্রান্ত বিষয়ে সমন্বয়মূলক কার্যাদি।

    খ) বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার মামলা সংক্রান্ত কার্যাদির সমন্বয়।

    গ)  তথ্য অধিকার আইন অনুযায়ী ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন।

    ঘ)  মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট দায়েরকৃত রীট মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা এবং উক্ত মামলা হইতে উদ্ভূত আপিল মামলাসমূহের প্রাপ্ত আর্জির (Petition) উপর সংশ্লিষ্ট    শাখা/দপ্তর কর্তৃক প্রস্তুতকৃত জবাব/তথ্য বিবরণী সংগ্রহপূর্বক আইন ও বিচার বিভাগের সলিসিটর অফিস/এটর্নী জেনারেল অব বাংলাদেশ অফিসে প্রেরণের ব্যবস্থাকরণ, আইনজীবী নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, ওকালতনামা দাখিল এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট শাখা/দপ্তর হতে মামলা সংক্রান্ত কাগজপত্র সংগ্রহপূর্বক তা সলিসিটর উইং/এটর্নী জেনারেল অফিসে প্রেরণ।

    ঙ) আদালত অবমাননার মামলার নোটিশ/আর্জি প্রাপ্তির পর সংশ্লিষ্ট শাখা/দপ্তর হতে তথ্য বিবরণী সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তা নিয়োজিত আইনজীবীর নিকট প্রেরণ।

    চ)  সিনিয়র সচিব/সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এফিডিভিট ইন অপজিশনে সংশ্লিষ্ট শাখা/দপ্তর প্রধানের (যিনি মূল জবাব প্রস্তুত করেছেন) স্বাক্ষর প্রদানে সহায়তাকরণ। ছ) যে সকল মামলায় বাণিজ্য মন্ত্রণালয় প্রধান প্রতিপক্ষ নয় সে সকল মামলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/সংস্থাকে অনুরোধ জ্ঞাপন।

    জ)  মামলায় প্রতিদ্বন্দ্বিতাকালে প্রয়োজনে আদালতে সময়ের আবেদন করা, প্রয়োজনবোধে কাগজপত্র/নথি নিয়ে আদালতে উপস্থিত থাকা, নিয়োজিত আইনজীবীকে প্রয়োজনীয় সহযোগিতা ও তথ্য সরবরাহকরণ এবং অনুভূত হলে সংশ্লিষ্ট অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শাখার অফিসারসহ উপস্থিত থাকা।

    ঝ) যে সকল রায় সরকারের বিপক্ষে যায় সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা/দপ্তর/অধিদপ্তর/সংস্থার সুস্পষ্ট মতামতের আলোকে যথাসময়ে রায় স্থগিতসহ রায়ের বিরুদ্ধে আপিল দায়েরকরণ;

    ঞ)  রীট/আপিল/আদালত অবমাননার মামলাসমূহের প্রতিদ্বন্দ্বিতার জন্য যথাযথ মনিটরিং ব্যবস্থা গ্রহণ;

    ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা/দপ্তর/অধিদপ্তর/সংস্থা হতে প্রস্তুতকৃত খসড়া জবাব প্রাপ্তির পর তা পরীক্ষা নিরীক্ষা করে প্রযোজ্য ক্ষেত্রে মতামত দিয়ে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে সিনিয়র সচিব/সচিব এর অনুমোদন গ্রহণের পর সলিসিটর অফিসে প্রেরণ এবং আইনজীবী কর্তৃক প্রস্তুতকৃত জবাব আদালতে দাখিলের ব্যবস্থা করা।

    ঠ) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা এবং উক্ত মামলা হতে উদ্ভূত আপিল মামলাসমূহের আর্জির উপর সংশ্লিষ্ট শাখা/দপ্তর/অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত তথ্য বিবরণী নিয়োজিত আইনজীবীর মাধ্যমে পরীক্ষা করে পূর্ণাঙ্গ জবাব আদালতে দাখিল।

    ড) উপরোক্ত মামলা হতে পরবর্তীতে সৃষ্ট বাস্তবায়ন মামলার উপর বাস্তবায়ন প্রতিবেদন সংগ্রহ ও আদালতে দাখিলের ব্যবস্থা গ্রহণ।

    ঢ) বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিপক্ষ/মোকাবেলা প্রতিপক্ষ করে দেশের বিভিন্ন দেওয়ানী আদালতে দায়েরকৃত যাবতীয় মামলা প্রক্রিয়াকরণ।

    ণ) মামলা সংক্রান্ত বিষয়ে শাখা সংশ্লিষ্ট জাতীয় সংসদের প্রশ্নোত্তর সম্পর্কিত বিষয়াদি;

    ত)  মামলা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়/মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম; এবং

    থ) উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলী;