“এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন দ্যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস (২য় সংশোধন) শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম ১৬ লক্ষ চা চারা উৎপাদন ও চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং সেচ যন্ত্র ক্রয় করা। অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের স্বার্থ সংরক্ষণ এবং পণ্য/ব্যবসা Diversification।
প্রকল্পের নাম |
: |
এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন দ্যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস (২য় সংশোধন) |
উদ্যোগী মন্ত্রণালয় |
: |
বাণিজ্য মন্ত্রণালয় |
বাস্তবায়নকারী সংস্থা |
: |
বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) |
অর্থায়ন |
: |
জিওবি ও বিটিবি |
মোট প্রাক্কলিত ব্যয় |
: |
৯.৯৯ কোটি টাকা। |
বাস্তবায়ন মেয়াদ |
: |
জানুয়ারি ২০১৬-ডিসেম্বর ২০২৩ |
প্রকল্প এলাকা |
: |
সদর, রুমা ও রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান |
প্রকল্পের প্রধান কার্যক্রম
|
:
|
১৬ লক্ষ চায়ের চা উৎপাদন ও চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ, চা ফ্যাক্টরি স্থাপন এবং সেচ যন্ত্র ক্রয় করা। অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের স্বার্থ সংরক্ষণ এবং পণ্য/ব্যবসা Diversification।
|