Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২৩

পরিকল্পনা সেল

রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন বাজার অন্বেষণ ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মাফিক পণ্যের গুনগত মানোন্নয়ন তথা বাংলাদেশের সার্বিক বাণিজ্য উন্নয়নে কোভিড-১৯ কে বিবেচনায় রেখে LDC উত্তরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা নিরন্তর কাজ করে চলেছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিতে বাংলাদেশ সরকার/নিজস্ব তহবিল/প্রকল্প সাহায্যপুষ্ট এবং নিজস্ব অর্থায়নপুষ্ট অর্থায়নপুষ্ট ০৯টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে; যার মধ্যে ০৬ টি বিনিয়োগ ও ০৩ টি কারিগরি সহায়তা প্রকল্প। এ সকল প্রকল্পের অনুকূলে চলতি অর্থবছরে ২৪২.৬১ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যার মধ্যে জিওবি ২৭.৩০ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২০৫.৬৩ কোটি টাকা এবং নিজস্ব ৯.৬৮ কোটি টাকা। তাছাড়া ০৪ টি প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ:

 

“বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার নির্মাণ (১ম সংশোধন)” শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম ভূমি সংগ্রহ ও উন্নয়ন এবং প্রদর্শনী কেন্দ্র স্থাপন। এ প্রকল্পের আওতায় চীন কর্তৃক “বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার” নির্মাণ করা হয়েছে এবং ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে “বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার” এ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।

 

এ সেন্টারের মাধ্যমে বিভিন্ন পণ্যের ক্রয়, বিক্রয় ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের ব্যাপারে আগ্রহ সৃষ্টিসহ পণ্য বহুমুখীকরণ এবং রপ্তানী বাণিজ্যে বাংলাদেশের উদ্যোক্তাদের আগ্রহ তৈরিকরণ ও ভোক্তাদের গোড়দোরায় বিভিন্ন দেশের পণ্য সহজে পৌছানোর ব্যবস্থা করণ।

 

“এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস” শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম চামড়া ও চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক সেক্টরের উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে প্রবেশের জন্য বিদ্যমান শর্তাবলি প্রতিপালনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও চারটি টেকনোলজি সেন্টার নির্মাণ।

 

“বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১” শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম অংশীজনের মধ্যে সমন্বয় সাধন, ন্যাশনাল ট্রেড পোর্টাল এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং নারী ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করা।

 

“টিসিবি’র আপদকালীন মজুদ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম, সিলেট ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের জন্য গুদাম নির্মাণ (১ম সংশোধন)” শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম পচনশীল নিত্য প্রয়োজনীয় পণ্যের গুনগত মান অক্ষুন্ন রেখে আপদকালীন মজুদ গড়ে তোলা এবং আপদকালীন মজুদ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে টিসিবি’র সক্ষমতা বৃদ্ধি।

 

“এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন দ্যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস (২য় সংশোধন)”  শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম ১৬ লক্ষ চা চারা উৎপাদন ও চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং সেচ যন্ত্র ক্রয় করা। অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের স্বার্থ সংরক্ষণ এবং পণ্য/ব্যবসা Diversification।

 

 

 “এক্সপোর্ট ডাইভারসিফিকেশন এন্ড কম্পিটিটিভনেস ডেভেলপমেন্ট প্রজেক্ট (টিয়ার-২) (১ম সংশোধন)” শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম ঔষুধ  শিল্প, প্রক্রিয়াজাত খাদ্য শিল্প ও আধুনিক বস্ত্র শিল্প খাতের বৈদেশিক রপ্তানি প্রক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করা

 

“ডায়াগনোস্টিক ট্রেড ইন্ট্রিগ্রেশন স্টাডি আপডেট অব বাংলাদেশ” শীর্ষক  প্রকল্পের প্রধান কার্যক্রম LDC Graduation এর জন্য Trade Related Challenges identify করা। Covid-19 কে address করে Trade LDC Graduation এর জন্য রোড ম্যাপ তৈরি করা।

 

 

“ইরাডিকেশন অব রুরাল পোভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন লালমনিরহাট ( ২য় সংশোধন)” শীর্ষক প্রকল্পের প্রধান কার্যক্রম ১০০ হেক্টর অপেক্ষাকৃত দুর্বল জমি (উঁচু) জমি চাষের আওতায় আনা, চা চারা উৎপাদন, সেচ যন্ত্রপাতি ক্রয় এবং চা চাষীদের উদ্বুদ্ধকরণসহ দরিদ্র চাষীদের নতুন আয়ের পথ তৈরি করা।

 

এডিপি বহির্ভূত নতুন অনুমোদিত প্রকল্প:

 

“রপ্তানি উন্নয়ন ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের উদ্দেশ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিজ ভবন নির্মাণ সমাপ্তকরণ।

 

 

বাস্তবায়িতব্য প্রকল্পসমূহ:

 

  • বঙ্গবন্ধু চা ভবন নির্মাণ” বঙ্গবন্ধুর স্বপ্নের চা শিল্পকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি আইকনিক ভবন নির্মাণ; বাংলাদেশের চা কে আন্তর্জাতিক বাজারে একটি সুপরিচিত ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর উদ্যোগকে ক্রমান্বয়ে এগিয়ে নেওয়া; এবং চা শিল্পের সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আর্থ-সামাজিক সুবিধা ভোগকরণে ভূমিকা পালন করার লক্ষ্যে বঙ্গবন্ধু চা ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

“Adressing the Trade-reletated Challenges fo Bangladesh to Attain the Vision 2041” দেশের বাণিজ্য ব্যবস্থার সার্বিক সক্ষমতা বৃদ্ধি; ভিশন ২০৪১ অর্জনের লক্ষ্যে বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সরকারকে কার্যকর নীতিতে পরামর্শ প্রদান; রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর জন্য সম্ভাবনাময় পণ্য ও বাজার চিহ্নিতকরণ; সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিকরণ; বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসা সূচকগুলোর উন্নয়নের গবেষণা এবং আন্তর্জাতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

“Programme for Sustanability in the Textile and Leather Sector Industry in Bangladesh (STILE)” টেক্সটাইল এবং চামড়া শিল্পের পরিবেশগত এবং সামাজিক উৎকর্ষতা সাধনের জন্য জার্মান সরকারের অনুদানের টাকায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির টিএপিপি অনুমোদন প্রক্রিয়াধীন।

 

“পঁচনশীল খাদ্য দ্রব্য মজুদের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ” পঁচনশীল নিত্য প্রয়োজনীয় পণ্যের গুনগত মান অক্ষুন্ন রেখে আপদকালীন মজুদ গড়ে তোলা; খাদ্য দ্রব্য মজুদের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ টিসিবির নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে আর্থিক ক্ষমতা বৃদ্ধি; পণ্যের গুনগতমান অক্ষুন্ন রেখে দীর্ঘ সময় মজুদের লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কোল্ড স্টোরেজ তৈরী; আপদকালীন মজুদ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে টিসিবি’র সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।