Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২৩

প্রশাসন অনুবিভাগ

 

সকল মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ  একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য শাখা। ০২ টি অধিশাখা, ০৯ টি শাখা ও আইসিটি শাখা নিয়ে প্রশাসন অনুবিভাগ গঠিত। অনুবিভাগের প্রধান হিসেবে অতিরিক্ত সচিব দায়িত্বে রয়েছেন। প্রতিটি অধিশাখায় ১ জন যুগ্মসচিব এবং ০৮ টি শাখায় ০৮ জন উপসচিব, হিসাব শাখায় হিসাবরক্ষণ কর্মকর্তা ও  আই সিটি শাখায় সিস্টেম এনালিস্ট দায়িত্ব পালন করছেন।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ১০টি দপ্তর/সংস্থা রয়েছে। এ দপ্তর/সংস্থা সমূহের প্রশাসনিক কার্যক্রম প্রশাসন অনুবিভাগের মাধ্যমে  সম্পন্ন হয়। এ ছাড়াও বিসিএস (ট্রেড) ক্যাডারের কর্মকর্তাদের সকল কার্যাদি এ অনুবিভাগের মাধ্যমে হয়।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ নিম্নরূপ:

১) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

২) বাংলাদেশ ট্রেড এণ্ড ট্যারিফ কমিশন

৩) যৌথমূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর

৪) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট

৫) বাংলাদেশ চা বোর্ড

৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

৭) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস

৮) রপ্তানী উন্নয়ন ব্যুরো

৯) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ

১০) বিজনেজ প্রমোশন কাউন্সিল

প্রশাসনিক অনুবিভাগের কার্যাবলী নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো:

ক) বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কর্মকর্তা/ কর্মচারীদের  নিয়োগ,পদায়ন, ছুটি , শৃঙ্খলা,পদোন্নতিসহ যাবতীয় প্রশাসনিক  কার্যাবলী;  

(খ) বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, পদায়ন ,ছুটি ,শৃঙ্খলা, পদোন্নতিসহ যাবতীয় প্রশাসনিক কার্যাবলী;

(গ) বিসিএস (ট্রেড) ক্যাডারের কর্মকর্তাদের সকল প্রশাসনিক কার্যাবলী;

(ঘ) বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলি;

(ঙ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরসহ সংসদের অন্যান্য কার্যাবলী;

(চ) সরকারি নির্বাচনী ইশতেহার/মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি/ মন্ত্রিপরিষদ বিভাগ এবং সচিব কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত এবং এ সংক্রান্ত কার্যাবলী।

(ছ) বাজেট, হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত কাজ;

(জ) আসবাবপত্রসহ অন্যান্য ক্রয়, যানবাহন মেরামত ও সেবাসংক্রান্ত কার্যাবলি;

(ঝ) বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থার আইন, মামলা ও আদালত সম্পর্কিত সমন্বয়মূলক কার্যাবলি;

(ঞ) বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় সভায় যোগদান, অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণ , সভা/সেমিনারে কর্মকর্তা মনোনয়ন সংক্রান্ত কার্যাদি;

(ট) আইসিটি সেল সংক্রান্ত কার্যাদি;

(ঠ) প্রটোকল সংক্রান্ত কার্যাদি; এবং

(ড) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও তথ্য অধিকার  আইন সংক্রান্ত কার্যাবলী।